মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীর সরকারহাট বাজারে সড়ক দূর্ঘটনায় আহত ড্রাম ট্রাক চালক দুই সন্তানের জনক মোহাম্মদ মানিকের (৩৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মানিক উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুলবুলি পাড়া ৪ নং ওয়াডস্থ মালেক নুরী চেয়ারম্যানের বাড়ির মৃত আবদুল কুদ্দুস প্রকাশ কালু ড্রাইভার এর পুত্র।
এদিকে মানিকের লাশ গ্রামের বাড়ীতে আনলে এলাকাবাসীরা ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় সড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এসময় তীব্র গরমের মধ্যে যাত্রীরা সীমাহীন দূর্ভোগের স্বীকার হন। অবরোধকারী এ ঘটনার সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং সড়কে ডিভাইডার স্থাপনের জোর দাবী জানান।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বৃহস্পতিবার বিকালে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করে বর্তমানে অবরোধ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছি।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post