Print Date & Time : 27 August 2025 Wednesday 1:03 am

হাটহাজারীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে মোছা.ইমা (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার (২২ জুন) দুপুরের দিকে পৌরসভার ফটিকা কামাল পাড়া এলাকাস্থ রেহেনা ভবনে এই ঘটনা ঘটে।

জানা যায, ঘটনারদিন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এর নবম শ্রেনীর ছাত্রী ইমা পরিবারের সকলের অজান্তে রুমের সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আত্নহননকারী ইমা উপজেলার ছিপাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ আলমের কুম এলাকার কুলম মাতব্বর বাড়ির প্রবাসী দিদারুল আলমের কন্যা।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান সন্ধ্যার দিয়ে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আলামতে পরিস্কার বুঝা যাচ্ছে এটা আত্নহত্যা। তারপরও ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এইচ//