মো.আতাউর রহমান মিয়া, হাটহাজারী(চট্টগ্রাম)সংবাদদাতাঃ হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় মো.নাছির উদ্দীন (৫৫) ও মো. রুবেল হোসেন (২৫) নামের ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দীলিপ কুমার চৌধুরী (৪৫) নামের আরও একজন।
বুধবার (২০ অক্টোবর) সকাল প্রায় ১০ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে , সকালের দিকে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি পিকআপে নাছির ও রুবেল ডেকোরেশনের মালামাল তুলার সময় চট্টগ্রাম শহরমুখী একটি দ্রুতগামী বাস ডেকোরেশন মালিক ও শ্রমিকসহ তিনজনকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। এবং আহত দীলিপ কুমারকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। দূর্ঘটনায় নিহত নাছির উদ্দীন মদনহাট এলাকার মৃত কোরবান আলীর ছেলে ও রুবেল হোসেন ফতেয়াবাদ এলাকার বাসিন্দা এবং আহত দীলিপ কুমার চৌধুরী উপজেলার ভবানীপুর এলাকার মৃত সুনীল কুমার চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।