হাটহাজারী থেকে মো. ইউসুফ (৩৫) নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ৭।
রবিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ২০১৫ সালে রাউজান-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগের কর্মী শহিদুল আলমকে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ হত্যাকাণ্ডের পর মামলার ১ নম্বর আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিনসহ অন্যান্য আসামিরা বিদেশে পালিয়ে যায়। কিছুদিন পর তারা ক্রমান্বয়ে দেশে ফিরে এসে এলাকায় চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যায়।
এ ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অভিযান চালিয়ে সাত বছর ধরে পালিয়ে থাকা মো. ইউসুফকে গ্রেপ্তার করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি এ মামলার পলাতক ১ নম্বর ও মাস্টার মাইন্ড আসামি আজিজ উদ্দীনকে ওরফর ইমুকেও গ্রেপ্তার করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//২৭ জুন-২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post