Print Date & Time : 13 September 2025 Saturday 11:16 am

হাটহাজারীতে ২৩ সালে লাগানো হবে ২৩ লক্ষ গাছ

চট্টগ্রাম জেলা প্রশাসন ২০২৩ সালে ২৩ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে “হাটহাজারীর বিভিন্ন প্রান্তিক কৃষক ও তাদের প্রতিনিধিদের মধ্যে ৫ হাজারেও বেশি চারাগাছ বিতরণ করা হয়। 

গত মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ চারাগাছ বিতরণ করা হয়। 

চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ কৃষক প্রতিনিধি ও নেতৃবৃন্দ। 

জানা গেছে, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশনায় পুরো চট্টগ্রামজুড়ে যে বৃক্ষরোপণ আন্দোলন চলছে হাটহাজারীতেও তার ঢেউ লেগেছে। এ উপজেলায় দেড় লক্ষেরও বেশি গাছ লাগানোর প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে প্রায় ২০,০০০ এর বেশি চারা বিতরণ করা হয়েছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে প্রান্তিক কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম পরিবেশ রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই উদ্যোগে সকলকে অংশগ্রহণ করার অনুরোধ জানান।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৬,২০২৩//