Print Date & Time : 25 August 2025 Monday 12:22 pm

হাটহাজারীতে ৭ম বারের মত এমপি হলেন ব্যারিস্টার আনিস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (বায়েজিদ আংশিক) হাটহাজারী আসনে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তিনি এই আসন থেকে (নাঙ্গল প্রতীক) ৫০ হাজার ৯ শ ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী (কেটলি প্রতীক) পেয়েছেন ৩৬ হাজার ২ শ ৫১ ভোট।

এছাড়া প্রগতি শীল গনতান্ত্রিক ফোরামের মোঃ নাজিম উদ্দীন প্রকাশ ভিপি নাজিম (সোনালী আঁশ (পাট) প্রতীক) মোট ভোট ১ হাজার ৪ শ ১ ভোট ভোট। ইসলামি ফ্রন্ট এডভোকেট মোক্তার আহাম্মদ সিদ্দিকী (মোমবাতি প্রতীক) ৬ হাজার ৮ শ ৩১ ভোট। ইসলামীক ফ্রন্ট (চেয়ার প্রতীক) ৬ শ ৯১ ভোট। সুপ্রীম পার্টি (একতারা প্রতীক) কাজী মহসিন চৌধুরী ৮ শ৭২ ভোট। স্বতন্ত্র (প্রার্থী ঈগল প্রতীক) নাসিম হায়দার করিম বাবুল। ৪শ ৮০ ভোট। বিএন এফ এর (টেলিভিশন প্রতীকের) প্রার্থী আবু মোহাম্মদ শামসুদ্দিন মোট ভোট ৬৫ ভোট। এই আসনে ১শ ৪৬ টি কেন্দ্রে মোট ভোটার ছিলো ৪ লাখ ৭৫ হাজার ৭ শ ১৩ জন। এখানে বাতিল হয় মোট ১ হাজার ৩ শ ৯০ টি ভোট। কাস্টিং ভোটের হার ছিলো ২৩’৭৯ টি।

এই আসনে নাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কে বেসরকারি ভাবে ওইতিন রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান নির্বাচিত ঘোষণা করেন। তিনি তাঁর নিকটতম কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী কাছ থেকে ১৪ হাজার ৭শ ২৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে, ওই দিন সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

এ আসনের ১টি পৌরসভা, ২টি সিটি করপোরেশন ও ১৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৭১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮১১ জন এবং নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৯০১ জন। অন্যদিকে বায়েজিদ আংশিক সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড পুরো এবং ২ নং বাযেজিদ এলাকার আংশিকের ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ১৯৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৩২৪ এবং নারী ভোটার ৬০ হাজার ৮৭০ জন। নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিলো হাটহাজারীতে ১০৬ টি এবং বায়েজিদ আংশিকে ৪০ টিসহ মোট ১৪৬ টি। অন্যদিকে ভোটকক্ষ ছিলো হাটহাজারীতে ৭২১ টি স্থায়ী এবং ৭৩ টি অস্থায়ী। বায়েজিদ আংশিকে ভোটকক্ষ ছিলো স্থায়ী ২২৩ টি, অস্থায়ী ৪৪ টি।

দৈনিক দেশতথ্য//এইচ//