মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠন সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ মার্চ) বিকেলে বিদ্যালয় হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি অধ্যক্ষ মো. ইউনুস। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ সাবেক সহকারি অধ্যাপক অ্যাডভোকেট মো. সুলতানুল আলম চৌধুরী, হাটহাজারী সরকারি কলেজ বাংলা বিভাগের প্রভাষক মো. আবু তালেব ও বিদ্যালয় শিক্ষানুরাগী সদস্য বিজয় কৃষ্ণ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয় সহকারি শিক্ষক মুহাম্মদ ছায়েম, সাইফুল রিমন, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ফরহাদুল ইসলাম, সুইটি, দশম শ্রেণির শিক্ষার্থী আসমা সুলতানা নবম শ্রেণির শিক্ষার্থী রিফা আকতার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজু আকতার, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাজবীর এবং মিসবাহ প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post