চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমকে গত শুক্রবার উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন হাটহাজারী প্রেস ক্লাব এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।
তিনি এই উপজেলায় দীর্ঘ ২৫ মাস দায়িত্ব পালনের পর সম্প্রতি বাংলাদেশ বিসিএস প্রশাসন একাডেমিতে বদলী হন। তাঁর বদলী জনিত বিদায় অনুষ্ঠানে তিনি বলেন প্রবীন সাংবাদিক কেশব কুমার বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত হাটহাজারী প্রেস ক্লাব এর সদস্যদের আন্তরিক সহযোগিতা কোনদিন ভুলবার নয়।
হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তা হিসাবে হাটহাজারীর মানুষ আপনার সেরার কথা কোনদিন ভুলবেনা। আপনি একজন শুধু ইউএনও ই নন আপনি এদেশের স্বাধীনতা সংগ্রামের একজন বীর সেনানীর গর্বিত সন্তান।
এই সময় প্রেস ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, হোসেন মোহাম্মদ মনসুর আলী, আবু তালেব, খোরশেদ আলম শিমুল, আজিজুল ইসলাম, মো.আলাউদ্দিন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। এই সময় বিদায়ী ইউএনওকে প্রেস ক্লাব এর পক্ষ থেকে সস্মান সূচক শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৪,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post