চট্টগ্রামের হাটহাজারীতে শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ডেক্সটপ কম্পিউটার ইউপিএস মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ফার্নিচার সামগ্রী সরবরাহ করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) বিকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র আর্থিক সহায়তায় পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এসব সামগ্রী সরবরাহকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
এ সময় উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাইনুদ্দিন মজুমদার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আব্দুল জলিল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুসলিম উদ্দিন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post