মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গনহত্যা দিবস পালিত হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে শনিবার (২৫ মার্চ) দুপুরের দিকে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন।
গনহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মনির আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল, মহিলা বীর মুক্তিযোদ্ধা প্রতিমা ঘোষ দস্তিদার ,হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ খোরশেদ আলম শিমুল।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, “স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই ১৯৭১ সালে সর্বস্তরের বাঙ্গালী পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সকল মুক্তিযোদ্ধা মরণপন যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। তাই এদেশে কোন স্বাধীনতা বিরোধী শক্তির স্থান হবে না।
সভাপতি বলেন, শিক্ষার্থীদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করার জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post