মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারী পৌরসভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানকে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৪ টার দিকে সদ্য নিয়োগ প্রাপ্ত প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বিষয়টি এ প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।
এর আগে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেন মনজুরুল আলম চৌধুরী। তবে চলমান পরিস্থিতিতে হাটহাজারী পৌরসভার বর্তমান প্রশাসক মন্জুরুল আলম চৌধুরী কর্মস্থলে অনুপস্থিত থাকায় উক্ত পৌরসভার কার্যাবলি সম্পাদনের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী অনুযায়ী উডজেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির পক্ষে উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকাণ্ড পালন করবেন। এছাড়া তিনি নিজ পদ হতে বদলি হলে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করবেন
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্কিক দায়িত্ব পালন ও কর্মকাণ্ড পরিচালনা করবেন। তিনি নিজ পদ হাত বদলি হলে যথাশীঘ্র স্থানীয় সরকার বিভাগকে অবহিত করবেন।
অপরদিকে, গত ১৪ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে হাটহাজারী উপজেলা পরিষদের সব ধরনের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নিমিত্তে পুনরাদেশ না আসা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এর উপর সাময়িক ভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের (২০২৩) ১০ জুলাই এবিএম মশিউজ্জান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেন।
সদ্য নিয়োগ প্রাপ্ত পৌর প্রশাসক ইউএনও এবিএম মশিউজ্জামান জানান, আগামী তিন চার মাসের মধ্যে এ পৌরসভার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কাজ করবেন।

Discussion about this post