হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারী পৌরসভার আওতাধীন এগারো মাইল এলাকার মিঠাছড়া খাল পূণঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
জানা যায়, ঐতিহ্যবাহী মিঠাছড়া খালটি বিগত ১৯৭৯ ইং সনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে খনন প্রক্রিয়া চালু করে উদ্বোধন করেছিলেন। এতে উজানের পানি নিম্নভূমিতে এসে হাজার হাজার কৃষকের ভাগ্য খুলে যায় এবং এলাকায়ও যথেষ্ট কৃষিজ ফসল উৎপাদন হয়। পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতাও নিরসন হয়। এ খালটি পুনঃখনন ও সংস্কারের দাবিতে গত ৩০ ডিসেম্বর সোমবার পৌরসভার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খালটি পূণঃখনন ও প্রয়োজনীয় সংস্কার করার দাবি জানিয়েছিলেন।
স্থানীয় কৃষক লোকমান,শাহাবুদ্দিন, মাহমুদ মিয়া সহ অনেকেই বলেন, দীর্ঘদিন অযত্ন-অবহেলার ফলে খালটির বিভিন্ন অংশ ভরাট হয়ে ভূমিদস্যুদের দখলে চলে গেছে।
ফলে হাজার হাজার কৃষকের চাষাবাদ ব্যহত হয় এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। উক্ত খালটি পুনঃ খনন করেই দায়িত্ব শেষ করলে হবে না। সবার আগে গুরুত্বপূর্ণ হলো অবৈধ দখলদারদের উচ্ছেদ করা।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন জানান, খালটির পৌরসভা অংশের প্রায় দুই কিলোমিটার পর্যন্ত আপাতত পুনঃখনন করা হবে। এ কাজের জন্য ছয় লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। পরবর্তীতে খালটির বাকি অংশ উপজেলার অধীনে পুনঃখনন ও প্রয়োজনীয় সংস্কার করা হবে।
খাল পুনঃখনন কাজের উদ্বোধনের সময় উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, পৌর প্রকৌশলী বেলাল আহমেদ খান, পৌর সহকারী প্রকৌশলী, পৌরসভা বিএনপির আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো.অহিদুল আলম, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর কাউন্সিলর সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Discussion about this post