Print Date & Time : 25 August 2025 Monday 8:24 pm

হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি’র মায়ের মৃত্যু

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
“হাটহাজারী প্রেস ক্লাব” সভাপতি দৈনিক আজাদী পত্রিকার হাটহাজারী প্রতিনিধি কেশব কুমার বড়ুয়ার মাতা রানী বালা বড়ুয়া (৯০) আর নেই।মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে তিনি নিজ বাসায় পরলোকগমন করেন।

জানা গেছে, উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সাংবাদিক কেশব কুমার বড়ুয়ার বাড়ীর মৃত বসন্ত বড়ুয়ার স্ত্রী বালা রানী বড়ুয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনি,আত্নীয় -স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন মঙ্গলবার বেলা ২ টার দিকে মির্জাপুর গৌতমাশ্রম বৌদ্ধ বিহারে তিনার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে বালা রানী বড়ুয়ার মৃত্যুতে, স্থানীয় সাংসদ,উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, “হাটহাজারী প্রেস ক্লাব” পরিবারসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীরভাবে শোক প্রকাশ করে তিনার বিদেহ আত্নার শান্তি কামনা করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//