হাটহাজারী সাব- রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার পারভীন আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গোলাম সরোয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এর আগে হাটহাজারী সাব- রেজিস্ট্রি অফিসে সরকারি নিয়ম লংঘন করে দলিল রেজিস্ট্রেশন করাসহ নানা অভিযোগে অফিস সহকারী দিদারুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিলো। তার সাময়িক বরখাস্তের অনুলিপি সদয় জ্ঞাতার্থে মহাপরিচালক নিবন্ধন বরাবরে স্মারক নং ১৮৯১( ৪) গত ২৬ অক্টোবর প্রেরন করা হয়েছিলো।
জানা যায়, সাবেক সাব রেজিস্ট্রার পারভীন আক্তারের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ, সিলেট মহানগর স্পেশাল: ০৬/২০২০ নম্বর মামলায় অভিযোগপত্র গ্রহণকরতঃ দণ্ডবিধি-এর ৪২০/৪০৬/৪০২/০৬/৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং The Prevention of Corruption Act, 1947 এর 5(2) ধারার অপরাধ আমলে গ্রহণ করেন, সেহেতু অভিযুক্ত সাব-রেজিস্ট্রার পারভীন আক্তারকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর খারা ৩৯(২) মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি সাময়িক বরখাস্তকালীন নিবন্ধন অধিদপ্তর-এ সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্ত হবেন এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এবং রাস্ট্রপতির আদেশক্রমে সোমবার ৬ নভেম্বর ২৩ ইংরেজি সচিব গোলাম সরোয়ার স্বাক্ষরিত স্মারক নং( ১০,০০,০০০০,১৩০,২৭.০১৩.২০-৪০০) মুলে তাকে বহিস্কারের অনুলিপি সংশ্লিষ্টদের নিকট পত্র প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় গত ১৮ অক্টোবর সিলেট কারাগারে বন্দি হন হাটহাজারী উপজেলার সাব-রেজিস্ট্রার পারভীন আক্তার। পরে সাব-রেজিস্ট্রার পারভীন আক্তার গত ২৫ অক্টোবর বুধবার জামিনে মুক্তি পেয়ে ২৯ অক্টোবর রবিবার থেকে পুনরায় অফিস শুরু করেন। ২০২১ সালের ১৮ জুন পারভিন আকতার হাটহাজারী সদরের সাব রেজিস্ট্রার হিসাবে যোগদান করেন। তিনি এই অফিসে যোগদানের পর অফিস সহকারী দিদারুল আলমের যোগ সাজসে সরকারি নিয়ম লংঘন করে দলিল রেজিস্ট্রেশনসহ নানা অনিয়ম দূর্নীতিতে জড়িয়ে পড়েন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি মঙ্গলবার রাত পারভীন আক্তার কে বহিষ্কারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post