শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট, ১২ এপ্রিল।।
জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপথি বটতলা গ্রামে ঈদের সালামি দেয়াকে কেন্দ্র করে স্বামীর স্ত্রীর বচসা। স্ত্রীর দায়ের কোপে স্বামী তাইজুল ইসলাম গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন।
এ ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়ে হাতিবান্ধা থানায় অভিযোগ করেছে।
জানা গেছে, স্বামী তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তার ভাতিজাদের ২০ টাকা করে ঈদ সালামি দিতে ছিল। স্ত্রী রাশেদা বেগম অসম্মতি জানিয়েছে ২০ টাকার পরিবর্তে ১০ টাকা দিতে বলে । এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। স্বামী তাইজুল ও তার পরিবারের দাবি, হাতাহাতির এক পর্যায়ে রাশেদা দা দিয়ে কোপ দিয়ে স্বামী তাইজুলকে।
এতে তাইজুলের ঘাড়ের নিচে কেটে যায়।গুরুতর আহত স্বামীকে স্বজনরা প্রথমে হাতীবান্ধা উপজেলা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
তাইজুলের স্ত্রী রাশেদা তার স্বামীকে দা দিয়ে আঘাত করার ঘটনা মিথ্যা দাবী করেন। তিনি বলেন, তার স্বামী তাকে দা দিয়ে কোপাতে আসে।
এ সময় স্বামীকে নিবৃত করার চেষ্টা করেন। এতে দু’ জনের মধ্যে ধস্তাধস্তি হয়। তাতে স্বামীর ঘাড়ে ধারালো দায়ের আঘাত লাগে। হাতীবান্ধা থানার ওসি তদন্ত, নির্মল চন্দ্র রায় জানান, ঈদের সালামি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার ঘটনায় উভয়ে পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল ২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post