ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু জাহেলি যুগে তার সুমহান আদর্শ , উদারতা,মহানুভবতা, মানবিকতার চরম উৎকর্ষ সাধনের মাধ্যমে তিনি পথহারা মানুষের অন্তর জয় করেছিলেন ৷
জয় করেছিলেন সারা বিশ্ব ৷ তলোয়ারের জোরে তিনি মানুষের হৃদয় জয় করেননি। তার আদর্শের কাছে বিশ্বমানবতা আজো দুর্বল ৷ তার অনুসারিরা মেনে চললে প্রাণের শত্রুরাও কৃজ্ঞতা জানাতে বাধ্য হবে।
ইসরাইল যখন তাদের শত্রু হামাসকে শেষ করতে অনন্ত ১৬ হাজার নিরীহ নারী-শিশু হত্যা করতে হাত কাঁপেনি ৷ তখন হামাস তাদের শত্রুদের যে মানবিকতা দেখিয়েছেন তাতে করে বন্দীরা হতবাক ৷ তাইতো বাধ্য হয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি থাকা ড্যানিয়েল অ্যালোনি নামে এক ইসরাইলি নারী তার প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য হামাস যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি ও তার ছয় বছর বয়সী মেয়ে এমিলিয়া গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই মুক্তি পান।টিআরটি ও পার্সটুডের খবরে বলা হয়েছে, বন্দি থাকা অবস্থায় হিব্রু ভাষায় একটি চিঠি লেখেন অ্যালোনি। চিঠিতে হামাসের প্রতি অকুন্ঠ কৃতজ্ঞতা জানান এ ইসরাইলি নারী।
ড্যানিয়েল লিখেছেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা তার সঙ্গে এবং তার মেয়ের সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করেছেন।হামাস যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমার মেয়ে এমিলিয়ার সঙ্গে অসাধারণ মানবিক আচরণ করেছেন এবং আপনারা তাকে আপনাদের নিজেদের মেয়ের মতো করে ভালোবেসেছেন।
তিনি আরও লিখেছেন, তার এবং তার মেয়ের সঙ্গে হামাস যোদ্ধারা যে সদয় আচরণ করেছেন তাতে তার কাছে মনে হয়েছে তিনি সবার মধ্যমণি হয়ে উঠেছেন।এছাড়াও হামাসের হাতে আটক হওয়া অন্য ইসরাইলি বন্দিরাও সদ্ব্যবহার পেয়েছেন বলে জানান তিনি।
এর আগে শুক্রবার প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, গাজা থেকে মুক্তি পাওয়ার সময় ইসরাইলি বন্দিরা হাসিমুখে হামাস যোদ্ধাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। যেন একাবারেই রক্তের কোন আত্মীয়দের কাছ থেকে বিদায় নিচ্ছেন।
গেলো ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক অভিযান চালিয়ে পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয় হামাস। এসময় ইসরাইলি সেনাসহ ২৫০ লোককে বন্দি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।
হামাস জানায়, ইসরাইলের কারাগারে জিম্মি থাকা কয়েক হাজার ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি না দিলে, আটক ইসরাইলিদের মুক্তি দেবে না সংগঠনটি। পরে ইসরাইলের সাথে চারদিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি করে হামাস ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post