হাটহাজারী প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন অংশ থেকে ছয় হাজার সাতশ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) বিকালের দিকে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত ১২ টা থেকে ভোর রাত সাড়ে ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল হকের নেতৃত্বে হালদা নদীর অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের সহযোগিতায়
হালদা নদীর রামদাস মুন্সির হাট থেকে সত্তারঘাট হয়ে মেখল ইট ভাটা এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ৬ হাজার ৭০০ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করে তা নৌপুলিশের হেফাজতে রাখা হয়। জব্দকৃত জালের আনুমানিক মুল্য প্রায় ২ লক্ষ ১৭ হাজার টাকা।
অভিযানে নেতৃত্বদানকারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল হক অভিযানের সত্যতা স্বীকার করে জানান, “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রের উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।