মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হালদা নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়ার একদিন পর নিখোঁজ আজমিরের লাশ পাওয়া গেছে।
বুধবার (২৪ জুলাই) হালদা নদীর আজিমের ঘাট এলাকায় নদীতে তলিয়ে যাওয়া আজমিরের লাশটি পাওয়া যায়।
হালদা পাড়ের বাসিন্দা প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বুধবার বিকালের দিকে জানান, গত মঙ্গলবার সকালের দিকে উপজেলার পূর্ব গড়দুয়ারা গ্রামের ৭নং
ওয়াডস্থ মিন্না বাপের বাড়ির ইলিয়াসের পুত্র মো.আজমির (২২) হালদা নদীর সিপাহির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায়।
পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উল্লেখিত স্থানে গিয়ে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান না পেয়ে প্রায়
সন্ধ্যার দিকে ফিরে যায়। পরে বুধবার সকালের দিকে হালদা নদীর রাউজান উপজেলার আজিমের ঘাট নামক এলাকায় নিখোঁজ আজমিরের লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে পরিবারের লোকজন সহ স্থানীয়রা লাশ উদ্ধার করে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।
স্থানীয়রা জানান, লাশটি প্রায় পঁচে ফুলে গেছে এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//