Print Date & Time : 10 May 2025 Saturday 11:50 am

হালদা নদীতে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীর হালদা নদীতে ৬ হাজার মিটার অবৈধ জাল এবং সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালের দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত ১০ টা থেকে গভীর রাত ১২ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল হকের নেতৃত্বে হালদা নদীর রামদাস মুন্সীরহাট থেকে মদুনাঘাট পর্যন্ত বিভিন্ন অংশে অভিযান পরিচালনা কালে রাউজান উপজেলার উর্কিরচর অংশ থেকে দুই হাজার মিটার চরঘেরা জাল এবং চার হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়।
অভিযানে জব্দ করা মাছ ধরার অবৈধ সরঞ্জাম এবং জালের আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।
পরে জব্দকৃত অবৈধ জালগুলো রামদাস মুন্সীরহাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় নৌ পুলিশের এএসআই রমজান আলী ও কনস্টেবল মো. শহীদুল, হালদা প্রকল্পের প্রস্তাবিত জন পাহাড়াদার অভিযান পরিচালনার সময় সাথে থেকে সহযোগিতা করেন।

অভিযানে নেতৃত্বদানকারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন, “যেকোন চাপ উপেক্ষা করে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে।”

জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, যেকোনো প্রকার অবৈধ জাল (কারেন্ট জাল, চরঘেরা জাল, ভাসা জাল) ও বর্শি দ্বারা হালদা নদী থেকে মাছ ধরা আইনত: সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।