এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ জাল ও বেশ কয়েকটি বড়শি জব্দ করা হয়েছে।
শনিবার(০১ অক্টোবর)বিকাল সাড়ে তিনটা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো.নাজমুল হুদার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলার হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়ারহাট অংশ থেকে হালদার মুখ পর্যন্ত নদীর বিভিন্ন অংশে চালানো অভিযানে অবৈধ উপায়ে মাছ ধরার দুটি ভাসান জাল, একটি চরঘেরা জাল এবং ৫ টি বড় সাইজের বরশি জব্দ করা হয়। জব্দ করা জালের পরিমাণ দুই হাজার পাঁচশত (২৫০০) মিটার৷। অভিযান পরিচালনার সময় আইডিএফ জুনিয়র মৎস্য কর্মকর্তা রাব্বানী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো.নাজমুল হুদা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জালগুলো এখনও অনেক ভেজা, একটু শুকালে জালগুলি পুড়িয়ে বিনষ্ট করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০২,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post