Print Date & Time : 24 August 2025 Sunday 9:42 pm

হালালুকি হাওরে বজ্রপাতে নিহত ১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন মনি দাস (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রতন উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম গাংকুল গ্রামের বাসিন্দা মৃত নন্দলাল দাসের ছেলে।

স্থানীয়রা জানান, রতন শুক্রবার ভোরে মাছ ধরতে হাকালুকি হাওরে যান। ভোর সাড়ে ছয়টার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।

উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাহেদুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে রতনের শরীর পুড়ে গেছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য রতনের স্বজনরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় স্বজনরা ধর্মীয় রীতি অনুসারে লাশ সৎকারের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//