কুষ্টিয়া প্রতিনিধি:
ভেড়ামারার হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষকরা গতকাল বুধবার সকাল ১১টা থেকে ক্লাস বর্জন করেন। তারা সাংবাদিকদের জানান, শফিকুল ইসলাম প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনৈতিক বিষয়গুলোতে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। তিনি উপবৃত্তির টিউশন ফির অর্থ, পরীক্ষার কাগজ বিক্রয়, প্রশংসাপত্র বিতরণ থেকে আদায় অর্থ, রেজিস্ট্রেশন ফির অর্থ, ছাড়পত্র দেওয়া বাবদ অর্থ, ছাত্র-ছাত্রীর নিকট থেকে জরিমানা আদায় বাবদ অর্থ, এসএসসি সার্টিফিকেট বাবদ অর্থসহ অনেক আয় রশিদ বিহীন আদায় করেন। এসব হিসাব বিদ্যালয়ের ক্যাশ বহিতে দেখান না। উপবৃত্তির টিউশন ফির লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে খরচ করেছেন।
শফিকুল ইসলাম এর এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সোচ্চার হলে তিনি দেখে নেওয়ার হুমকি দেন। তারই প্রেক্ষিতে শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন।
অবস্থা বেগতিক হলে প্রধান শিক্ষক দুপুর একটার সময় সমস্ত ক্লাসের ছুটি ঘোষণা করেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠন নিয়েও অভিভাবকদের নানা অভিযোগ রয়েছে। আইন না মেনে অনির্বাচিত পছন্দ মত ব্যক্তিদের নিয়ে তিনি বিদ্যালয়ের কমিটি গঠন করে দাপটের সাথে চাকুরী করে যাচ্ছেন।
বিষয়গুলো সঠিকভাবে যাচাই ও অনুসন্ধান করে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় অভিভাবক বৃন্দ। এব্যাপারে প্রধান শিক্ষক এর মুঠো ফোনে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলামকে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৭,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post