Print Date & Time : 25 August 2025 Monday 8:35 am

হাসিনার বিচারের দাবিতে মেহেরপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অনশন কর্মসূচি

মেহেরপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের ওপর গণহত্যা এবং বিএনপি নেতাকর্মীদের গুম ও খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে মেহেরপুরের হাজার হাজার বিএনপি নেতাকর্মী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও  অনশন কর্মসূচি করেছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী থানা বিএনপির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাংনী থানা বিএনপি’র সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মাসুদ মিল্টন।

বক্তারা বলেন, গেল ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে আ.লীগ। আয়নাঘর বানিয়ে শত শত মানুষকে গুম খুন করেছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। খুনি হাসিনাসহ তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন তারা।

এসময়, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসনে মেঘলা,উপজেলা যুবদলের আহবায়ক  মালেক হোসেন চপল, মহিলা দলের নেতৃ ও উপজেলা পরিষদের সাবেক মহিলা  ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ আগষ্ট  ২০২৪