Print Date & Time : 14 March 2025 Friday 12:08 pm

হিজবুল্লাহ’র রকেট হামলায় ইসরাইলে নিহত ৭

আন্তর্জাতিক প্রতিবেদক :হিজবুল্লাহর ব্যাপক হামলায় চোখে শুধু অন্ধকার দেখছে ইসরাইল।উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ’র দুটি রকেট হামলায় চার বিদেশি কর্মী এবং তিন ইসরায়েলিসহ ৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার (০২ নভেম্বর) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ’র দুটি পৃথক রকেট হামলায় উত্তর ইসরায়েলে সাতজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, কয়েক মাসের মধ্যে এই ধরনের হামলার ইসরায়েলের জন্য মারাত্মক ঘটনা।

ইসরায়েলি ও থাই কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলার কাছে হিজবুল্লাহ’র রকেট হামলায় এক ইসরায়েলি নাগরিকসহ চারজন নিহত হয়েছেন।উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে অপর রকেট হামলায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

হিজবুল্লাহ বলছে, তারা হাইফার উত্তরে ক্রায়োট এলাকায় এবং মেটুলা থেকে সীমান্তের ওপারে অবস্থিত লেবাননের খিয়াম শহরের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর দিকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।

এদিকে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় উত্তর-পূর্ব লেবাননে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের উত্তর গাজায় দুটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৫০ শিশুসহ ৮৪ জন নিহত হয়েছেন।