আন্তর্জাতিক প্রতিবেদক
হামাস-ইসরাইলের মধ্যে তীব্র লড়াই চলছে সাত মাস ধরে। ইসরাইলের নির্দয় নির্মম বোমা হামলায় ফিলিস্তিনের নিরীহ নারী শিশুসহ নিহত হয়েছেন ৩৫ হাজার। ফিলিস্তিনের পূর্ণ ভূমি রক্তে লাল হলেও আরব বিশ্বের হৃদয় না কাদলেও মুসলিম ভাই ভাই এই চিরন্তন সত্য ভুলেনি ইয়েমেনিরা। তাইতো ফিলিস্তিনের সমর্থনে
হামাস ইসরায়েল যুদ্ধের পর থেকে সোচ্চার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।
এরই ধারাবাহিকতায় আরও একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী। রোববার (২৮ এপ্রিল) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।হুতিরা জানিয়েছে, তিনকোটি ডলারের আরও একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার দেশের মধেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা লোহিত সাগরে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাংকারে হামলা করেছে। এ ছাড়া তারা মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। এমনকি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার টেলিভিশনে এক ভিডিওতে বলেন, লোহিত সাগরে অ্যান্ড্রোমিডা স্টার নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়। ইয়েমেনের আকাশ প্রতিরক্ষাবাহিনী একটি ক্ষেপণাস্ত্রসহ মার্কিন সামরিক বাহিনীর একটি রিপার ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি হামলার সময়ে শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল।
নিজেদের ড্রোন ধ্বংসের বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শুক্রবার ইয়েমেনের অভ্যন্তরে একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলমান।
সিবিএস নিউজ জানিয়েছে, একটি এমকিউ-৯ রিপার ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়র মার্কিন ডলার।
আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে হুতিদের হাতে ভূপাতিত তৃতীয় মার্কিন ড্রোন এটি। গত বছরের নভেম্বরে প্রথম মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করে গোষ্ঠীটি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post