মেহেরপুরে মাত্র এক মিনিটের ঝড় ও শিলা বৃষ্টিতে গাছ চাপা পড়ে এক বৃদ্ধসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ জন। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ গাছ ভেঙে পড়েছে।
ঝড় শুরু হওয়ার পর থেকেই মেহেরপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঝড় ও শিলা বৃষ্টি হয়।
গত কয়েক দিনের প্রচন্ড দাবদাহের পর বিকালের দিকে কালো মেঘে আকাশ ছেঁয়ে যাওয়ার পরপরই মাত্র এক মিনিটের প্রচন্ড ঝড়, সেই সাথে শিলা বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামে আহমেদ আলী (৬৫)নামের এক বৃদ্ধ গাছ চাপা পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়দের সহযোগীতায় দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহমদ আলী বসন্তপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে।
এদিকে একই সময়ে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আম বিক্রি করার সময় প্রচন্ড ঝড়ে আতঙ্কে পড়ে গিয়ে ফুলসুরাত নামের এক বৃদ্ধ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলসূরাত মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মুক্তার শেখের ছেলে।
অপরদিকে ঝড়ের সময় মেহেরপুর সদর উপজেলা খোকসা গ্রামের বাবলুর স্ত্রী ইয়াসমিন (৩২) পার্শ্ববর্তী ঘর থেকে ছুটে আসা টিনের আঘাতে আহত হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে মাত্র ১ মিনিটের ঝড়ে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের অসংখ্য গাছ ভেঙে পড়ে। বৃষ্টির পরপরই মেহেরপুর শহরসহ জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ জুন ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post