ইসরায়েল-হামাস যুদ্ধে :
গাজা উপত্যকায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত ২২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭০ হাজারের বেশি মানুষ আহত ২৩ লাখ অধিবাসীর প্রায় ৯০ শতাংশ বাস্তুচ্যুত হয়েছেন। ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলের বুকে হামলার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধ শুরু হয়। ২০২৩ সালের বিশ্ব রাজনীতিতে ইসরায়েল-হামাস যুদ্ধই ছিলো সবচেয়ে বড় ঘটনা।
ভূমিকম্প :
চলতি বছর ৬ ফেব্রুয়ারীতে তুরস্কে ৭.৮ মাত্রার প্রলয়ংকরী ভূমিকম্পে এতে ৫০ হাজারের ওপর মানুষ প্রাণ হারায়। তুরস্কের বিশাল এলাকা জুড়ে ভূকম্পন টের পাওয়া যায়। কয়েক মাস পর্যন্ত এর আফটার শক অনুভূত হয়।তুরস্ক ছাড়াও বেশ কয়েকটি দেশে আঘাত হানে ভূমিকম্প। ৮ সেপ্টেম্বর মরক্কোর আল হুজে ৬.৮ মাত্রার ভূমিকম্পে মারা যায় প্রায় ৩ হাজার মানুষ। আফগানিস্তানের হেরাতে ৭ অক্টোবর ৬.৩ মাত্রার ভূমিকম্পে মারা যায় দেড় হাজার মানুষ। এছাড়া চীন ও ফিলিপাইন ছাড়াও এশিয়ার কয়েকটি দেশে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়েছে, যাতে প্রাণহানির খবর পাওয়া গেছে।
আজারবাইজান কর্তৃক নাগোর্নো-কারাবাখ দখল :
সোভিয়েত ইউনিয়নের পতনের সুর এখন অব্দি বেজে চলেছে পূর্ব ইউরোপ জুড়ে। ১৯৯৪ সালে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্পাদিত হয় কিন্তু ২০২৩ সালের সেপ্টেম্বরে আজারবাইজান আবারও আক্রমণ করে। এবারের আক্রমণে আজারবাইজান পুরো নাগোর্নো-কারাবাখ অঞ্চল দখল করে নেয়।
যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব :
২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বালিতে পরস্পরের সাথে কথা বলার পর সবাই ধারণা করেছিলো দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুনের অস্তিত্ব দুই দেশের মাঝে আবারও সম্পর্কের অবনতি ঘটায়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের গুরুত্ব অনেকটাই চাপা পরে গেছে। তবুও, এই যুদ্ধের ফলে ইউরোপের নিরাপত্তা এখনও হুমকির মুখে রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় দুই বছর হতে চললেও যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধে ইউক্রেন প্রথম দিকে সুবিধা করতে পারলেও বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে।
ইমরান খানের গ্রেপ্তার এবং নওয়াজ শরীফের ফেরা :
ইমরান খানের জন্য ২০২২-২০২৩ ছিলো খুবই ঘটনাবহুল একটি বছর। ২০২২ সালের এপ্রিলে তাকে ক্ষমতাচ্যুত করে তোশাখানা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ইমরান খানের অপসারণের পর তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফের ক্ষমতায় আরোহন এবং দীর্ঘদিন নির্বাসনে কাটানোর পর নওয়াজ শরীফের দেশে ফিরে আসেন ৷
ভারতে জি-২০ সম্মেলন
সেপ্টেম্বর ৯-১০ তারিখে ভারত ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশসমূহের জোট জি-২০ এর সম্মেলন আয়োজন করে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post