Print Date & Time : 11 September 2025 Thursday 11:24 am

২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস : হানিফ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসবাদী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। দলটির নেতা তারেক রহমান একজন সন্ত্রাসী ও খুনি। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।’

শনিবার (২৮ আগস্ট) দুপুরে গড়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতুর বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘হাওয়া ভবনে বসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র করা হয়। তারেক রহমানের নেতৃত্বে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, খালেদা জিয়ার উপদেষ্টা হারিছ চৌধুরীসহ কিছু জঙ্গি নেতা গ্রেনেড হামলার পরিকল্পনা করে।’

তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস। এই হামলার মাধ্যমে বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই গ্রেনেড হামলার সঙ্গে শুধু তারেক রহমান জড়িত নয়, খালেদা জিয়াও এর দায় এড়াতে পারেন না। কারণ সেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘কুষ্টিয়ার শেখ রাসেল সেতু রক্ষা বাঁধ যাতে আর না ভাঙে সেজন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। আশা করি, এই এলাকায় আর নতুন করে ভাঙন দেখা দেবে না।’

এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।