নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্বের দাবীতে নেছারাবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক ওই মানববন্ধনের আয়োজন করে।
উপজেলা পরিষদ সড়কে সকালে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, নিলুফা ইয়াসমিন। অপরাজিতা প্রকল্পের ক্লাষ্টার জেন্ডার ট্রেনিং অফিসার খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বর্নালি কর, নাসরিন সুলতানা, বিউটি মিত্র, প্রকল্প সম্মনয়কারি জাহাঙ্গির কবির মিঠু প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলার রাজনৈতিক দল সমুহের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।

Discussion about this post