Print Date & Time : 11 September 2025 Thursday 8:46 pm

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৩৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৮৬ হাজার ২৩৪ জন। এ ছাড়া দুই ডোজের টিকা পেয়েছেন ১১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৬১৪ জন মানুষ।

এদিকে বৃহস্পতিবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ছয় হাজার সাত জন। এর মধ্যে পুরুষ তিন হাজার ২৬৬ জন এবং মহিলা দুই হাজার ৭৪১ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৪১ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ২৫৮ এবং মহিলা ২১ হাজার ৪৯১ জন।

এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৩২৫ জন। এর মধ্যে পুরুষ ৭৩ হাজার ৬৯২ এবং মহিলা ৬৮ হাজার ৬৩৩ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৪৮৫ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৫৮২ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ৪৭ হাজার ৫০ জন ভাসমান জনগোষ্ঠী দুই জোজের টিকার আওতায় এসেছেন।

জা//দেশতথ্য/০২-০৬-২০২২//০২.৪৫ পিএম