কুষ্টিয়াঃ কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) আতিয়ার রহমান বলেছেন, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে কুষ্টিয়া সরকারি কলেজ দেশকে অসংখ্য মেধাবী ব্যক্তিত্ব উপহার দিয়েছে। যারা তাদের কর্মে ও মেধায় এই দেশকে সমৃদ্ধ করেছেন। এই সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃত্তি বিষয়ক কার্যক্রম শুরু করেছে। এতে করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আরো বেশি অনুপ্রাণিত হবে।
গতকাল কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানকালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষা বৃত্তি পেয়ে শিক্ষার্থীদের দায়িত্ব আরো বেড়ে গেল। শিক্ষা জীবন শেষে দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে বলেও যোগ করেন তিনি।
কুষ্টিয়া সরকারি কলেজের ‘৯৬ ব্যাচ’ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
কুষ্টিয়া সরকারি কলেজের ‘৯৬ ব্যাচ’ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আমেরিকা প্রবাসী সাদিক রহমানের অনুপস্থিতিতে অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ‘৯৬ ব্যাচ’ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক ড. মিজানুর রহমান।
”আমরা লেখাপড়া শিখি, ভালো মানুষ হওয়ার জন্য” স্লোগানে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবের আলোচনা পর্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা তানভীর শিশির, প্রচার সম্পাদক গোলজার আলী, সহসভাপতি রফিকুল ইসলাম ও সদস্য আনোয়ারুল কবির প্রমুখ।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি কাজী ইনামুল হক ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম।
এরআগে ভার্চুয়ালী অনলাইনে বক্তব্যে সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী সংগঠনের সভাপতি সাদিক রহমান বলেন, আজকের এই বৃত্তির মাধ্যমে পিছিয়েপড়া ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে বিশ্বাস করি। যাতে করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২৩ জন শিক্ষার্থীকে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post