রোমান আহমেদ, জামালপুর : জামালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে জামালপুর জেলা যুবলীগ । বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, জেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল আক্তার, আব্দুল কাদের ফারুকী জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন পিপলুসহ জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ। পৌরসভায় বসবাসরত এক হাজার শীতার্ত অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন
Discussion about this post