শাহীন আহমেদ, কুড়িগ্রাম :স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামে ১১জন নারী
বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।। মঙ্গলবার দুপুরে মহিলা ও শিশু
বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা থেকে সরাসরি ভার্চুয়ালি কর্মসূচির
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী
আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।
উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি
অংশগ্রহণ করেন জেলার জীবিত ১০ নারী বীর মুক্তিযোদ্ধা। এসময় প্রয়াত বীর
মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীককেও সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন
আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র মো. কাজিউল
ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বীর
মুক্তিযোদ্ধাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, শাড়ী, শাল ও মাস্ক বিতরণ করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post