দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৩ হাজার জরিমানা করা হয়েছে। লকডাউন চলাকালে গত ৩দিনে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার থানার মোড়, তারাগুনিয়া বাজার, হোসেনাবাদ বাজার, মথুরাপুর বাজার ও ডাংমড়কা বাজারে অভিযান চালিয়ে লকডাউন চলাকালে সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫(২) ধারায় ২টি মামলায় ও অত্যাবশকীয় পন্যনিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৬(১২) ধারায় ২টি মামলায় ৪জনের ৮হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার।
অপরদিকে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার থানা বাজার, রিফাইতপুর বাজার, কালিদাসপুর বাজার, আড়িয়া বাজার ও খলিশাকুন্ডি বাজারসহ বিভন্ন এলাকায় অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউন অমান্য করার অপরাধে ৭জনের ১০হাজার টাকা জরিমানা করেছেন একই ভ্রাম্যমান আদালতের বিচারক শারমিন আক্তার।
এছাড়াও শুক্রবার লকডাউন চলাকালে সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫(২) ধারায় ২টি মামলায় ২জনের ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, লকডাউন চলাকালে সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫(২) ধারাসহ বিভিন্ন ধারায় গত ৩দিনে ১৩টি মামলায় ১৩জনের ২৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Discussion about this post