কুষ্টিয়ায় আপ্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গতকাল (বৃহস্পতিবার) রাত ১২.৩০ মিনিটের সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পূর্ব সাতবাড়িয়া মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ভেড়ামারা উপজেলার বিত্তিপাড়া গ্রামের মানিক প্রামানিকের ছেলে আপ্তার হোসেন।
র্যাব-১২ এর প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল রাতে ভেড়ামারা উপজেলাতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে আপ্তার হোসেনের চলাফেরা সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও দেখানো মতে তার বাড়ী থেকে ৪১ বোতল ফেনসিডিলসহ নগদ টাকা উদ্ধার করে র্যাব-১২।
এ বিষয়ে কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার, মোহাম্মদ ইলিয়াস খান বলেন ভেড়ামারা উপজেলাতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময়ে আপ্তার হোসেন এর কাছ থেকে ৪১ বোতল ফেন্সিডিল ও নগদ টাকা উদ্ধার হয়। তবে র্যাবের উপস্থিতিতে টের পেয়ে একজন সু-কৌশলে রাতের আধারে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আপ্তার হোসেন ও পলাতক একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আপ্তার হোসেনকে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৫,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post