কুষ্টিয়ায় আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফে শেষ হবে ৩ দিন ব্যাপী পবিত্র বাৎসরিক ওরশ।
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আব্দুল আজিজ সড়কস্থ হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদী মাজার প্রাঙ্গণে গত ২ এপ্রিল থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ সোমবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হবে।
হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফ পরিচালনা কমিটি, কুষ্টিয়া এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক জানান, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আব্দুল আজিজ সড়কস্থ হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদী মাজার প্রাঙ্গণে ২ এপ্রিল ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এর আয়োজন করা হয়। আজ সোমবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফে শেষ হবে ৩ দিন ব্যাপী পবিত্র বাৎসরিক ওরশ। পবিত্র রমজানের জন্য বাদ তারাবীর পরে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফ পরিচালনা কমিটি, কুষ্টিয়া এর সহ-সভাপতি গাজীউর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখবেন পাবনা থেকে আগত আলহাজ্ব হযরত মাওলানা ইসমাইল হোসেন (মাছিমপুরী)। দ্বিতীয় বক্তার বক্তব্য পেশ করবেন কুষ্টিয়া বড় বাজার কুওয়াতুল ইসলাম জামে মসজিদের ইমাম আলহাজ্ব হযরত মোঃ রফিকুল ইসলাম। তৃতীয় বক্তার বক্তব্য পেশ করবেন কুষ্টিয়া পাহাড়পুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা জিয়াউর রহমান। চতুর্থ বক্তার বক্তব্য পেশ করবেন কুষ্টিয়া মদিনাতুল চাঁদ জামে মসজিদের ইমাম ক্বারী হাফেজ মোঃ ইয়াদ আলী। পঞ্চম বক্তার বক্তব্য পেশ করবেন আড়ুয়াপাড়া ছাখাবী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ওসমান গণি।
এছাড়ও আযান ও ইসলামী সংগীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সুরকার ও গীতকার ক্বারী হাফেজ মোঃ সাদিক হাসান, কুষ্টিয়া বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা গিয়াস উদ্দিন, হাফেজ চৌধুরী বোরহান উদ্দিন বক্তব্য পেশ করবেন।
হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফ পরিচালনা কমিটি, কুষ্টিয়া এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//০৩ মার্চ, ২০২২//

Discussion about this post