গাংনী প্রতিনিধিঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৮ নং ধানখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি পরিমান পৌনে ৩বিঘা দুই হাজার ২০২১ সালে ১৩ হাজার টাকায় লিজ দেওয়া হয় ২০২২ সালে ১৪ হাজার টাকায় লিজ দেওয়া হয়। প্রচলিত বাজার মূল্যে উক্ত জমির বছর চুক্তি মুল্য আসে ৫০-৫৫ হাজার টাকা। কিন্তু সরকার সেখানে রাজস্ব হারাচ্ছে ও প্রান্তিক চাষী মোসারেফ হোসেন বলেন, ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌনে ৩বিঘা জমি আমি দুই বছর যাবত চাষ আবাদ করি, প্রথম বছর লিজের টাকা পরিশোধ করি ২২ হাজার ও চলতি বছর জমি লিজের টাকা পরিশোধ করি ২৪ হাজার। উক্ত গ্রামের মসলেম উদ্দিন এর ছেলে মহিদুল ইসলাম ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌনে ৩বিঘা জমি ৩৯ হাজার টাকায় বাৎসরিক লিজ নেয়।
ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুল ইসলাম হারু বলে এই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ফয়সাল বিদ্যালয়ের স্লিপ ও জমি লিজের সমুদয় টাকা ভাগ বাটোয়ারা করে খায়।
গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বলেন আমি মোবাইলে প্রধান শিক্ষক মিজানুর রহমান কে উক্ত লিজ স্থগিত করার নির্দেশ দিয়েছি এবং আগামি দুই এক দিনর মধ্যে সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি রাজস্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে তাকে কোনরকম ছাড় দেওয়া হবে না।
মেহেরপুর জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায় বলেন বিষয় টি সম্পর্কে আমি অবগত নয়, আমি বিষয় টি গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছি৷
দৈনিক দেশতথ্য// এল//

Discussion about this post