শেখ নাদীর শাহ্, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় শাহরিয়ার হোসেন শাওন নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে কানের মারাত্মক জখমের প্রতিবাদে লক্ষীখোলা কলেজিয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। রোববার সকাল ৯টার দিকে কলেজ গেটের সামনের প্রধান সড়কে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত আবু মুছা ও নুরুজ্জামান মোল্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এর আগে, গত ৩ এপ্রিল পহেলা রমজানের দিন সকালে টাকা ও খাল সংক্রান্ত ব্যাপারে একটি স্ট্যাম্প নিয়ে ওই শিক্ষার্থীর পিতা সামিরুল ইসলামের সাথে স্থানীয় আঃ মজিদ মোল্যার ছেলে আবু মুছার সাথে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হাতা-হাতি শুরু হলে খবর পেয়ে শাওন ঘটনাস্থলে পৌঁছে বিতর্কের কারণ জানার চেষ্টা করলে মুছা ও নুরুজ্জামান বরফ কাটা শাবল দিয়ে তার পিঠ ও মাথা বরাবর আঘাত করে। এসময় তার কানে আঘাত লেগে একাংশ ছিড়ে রক্তক্ষরণ হতে থাকলে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। এসময় তার কানে ১৬ টি সেলাই দেয়া হয়। ছেলেকে বেধড়ক মারপিটের বিষয়ে ওইদিনই বাবার দায়েরকৃত মামলায় থানা পুলিশ আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজিয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমাম মুরাদ,আশরাফুজ্জামান বাবু, তৈয়েবুর রহমান কিবরিয়া, ইয়াসিন আরাফাত, রাসেলুজ্জামান,মোস্তফা রাফিদ প্রিন্স, সৌরভ কুমার ঢালী, সেফাতুল্লাহ ও রাশেদুজজামান রিজভী প্রমুখ।

Discussion about this post