সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামের স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন মহল। মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সুন্দরবন সংলগ্ন কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালীনি ইউনিয়ন সচেতন জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে ভুক্তোভোগী স্কুল ছাত্রীর সহপাঠীসহ স্থানীয় গ্রামবাসী অংশ নেয়। একপর্যায়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা দ্রুত সময়ের মধ্যে এমন অপকর্মের সাথে জড়িত অপর আসামী রাহুল চৌকিদারকে গ্রেফতারের পাশাপাশি ভুক্তোভোগী কিশোরীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এছাড়া ধর্ষন ঘটনায় অভিযুক্ত দুই বখাটের দৃষ্টান্তমুলক ও দ্রুত বিচার দাবি করে তারা স্কুল কলেজে চলাচলকারী ছাত্রীদের ইভটিচিং ও প্রতিবন্ধকতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষক সালাউদ্দীন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আশেক-ই এলাহী, অধ্যাপক ইদ্রীস আলী, প্রথম আলোর ষ্ট্যাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, আব্দুল হান্নান প্রমুখ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইতিমধ্যে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসমীকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন ভুক্তোভোগীর পরিবারের সব ধরনের সহায়তায় পুলিশ তৎপর থাকবে।
উল্লেখ্য গত ১০ এপ্রিল রাতে পুঁজা দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় দুই বখাটে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষন করে। দুই দিন পর বিষয়টি জানাজানি হলে ভুক্তোভোগী কিশোরীর মা বাদি হয়ে গত ১২ এপ্রিল রাতে শ্যামনগর থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত রাকেশ বাইনকে গ্রেফতার করলেও অপর আসামী রাহুল পালিয়ে যায়।
এবি//দৈনিক দেশতথ্য// এপ্রিল ১৯,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post