মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
১৫০০শ রোজাদারকে ইফতার ও খাবার দিয়েছেন মানবতায় আমরা নামে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেরামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মুল উদ্যোক্তা ছিলেন মানবতায় আমরা সংগঠনের চেয়ারম্যান এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সহসভাপতি সমাজ সেবক শিল্পপতি আলহাজ¦ মো. আবুল কালাম আজাদ লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
মানবতায় আমরা সংগঠনের চেয়ারম্যান এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সহসভাপতি সমাজ সেবক শিল্পপতি আলহাজ¦ মো. আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত ও বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. আবু সাইদ মিয়া ছাদু। অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে আলোচনা সভা এবং বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ ব্যাপারে শিল্পপতি আলহাজ¦ মো. আবুল কালাম আজাদ লিটন বলেন, মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের মুল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজের অসহায়, নিরীহ ও দরিদ্র পরিবারের সদস্যদের সহযোগিতা করা। দীর্ঘ দিন ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অসহায়দের পাশে দাড়িয়ে তাদের সাহায্য করার জন্য। তারই অংশ হিসেবে আজকের এই ব্যতিক্রমধর্মী ইফতারের আয়োজন।
Discussion about this post