মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা ॥ মনপুরা সনাতন ধর্মালম্বীদের সাথে হাজির হাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মনপুরা উপজেলাধীন পুজা উদযাপন পরিষদ, হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান ঐক্যপরিষদ ও হাজির হাট ইউনিয়নের সকল মন্দির এবং পুজা উদযাপন কমিটির সাথে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার রাত ৯টায় এয়ারপল্লী মন্দীরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু নীল রতন দাস। উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু অনুপম দাস সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজির হাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ শ্রমবিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম ফরাজী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ আবুয়াল হোসেন আবু মেম্বার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হিন্দু,বৈদ্য, খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বাবু ভবেশ চন্দ্র মজুমদার, শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রম মন্দির সভাপতি নৈদরবাসী দাস, শ্রী শ্রী গুরুসংঘ মন্দির সভাপতি এসডি সঞ্জয় কুমার দে দুর্জয়, শ্রী শ্রী জ্ঞান মঞ্জুরী হরিসভা মন্দিরের সভাপতি শংকর বিজয় দাস, শ্রী শ্রী মহাপ্রভু সেবাসংঘ মন্দির সভাপতি পলাশ চন্দ্র দাস, উত্তর সোনারচর দুর্গাপুজা মন্দির সভাপতি বাবু দয়াল হরি দাস ,সোনারচর মন্দিরের সভাপতি দেবদাস প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপজেলায় ১০টি পুজামবন্ডবে পুজা উদযাপন হয় এবং মোট ১৩টি মন্দির রয়েছে। আমাদের মন্দিরগুলো খুব জরার্জীনা অবস্থায় আছে। আর্থিক সংকটের কারনে আমরা মন্দিরগুলো মেরামত /সংস্কার করতে পারিনা। অধিকাংশ মন্দিরে পানির কল নেই। ভক্তবৃন্দরা পানির জন্য খুব কষ্ট করে। কোন মন্দিরে কোন পুকুরের ঘাটলা নেই। আমাদের ঘাটলার খুবই প্রয়োজন। মন্দির কমিটির সদস্যরা মন্দিরের বিভিনন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউািদ্দন হাওলাদার বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আমার নেতা চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রপকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র সাথে আলোচনা করে আপনাদের সমস্যা পর্যায়ক্রমে সমাধানের চেষ্ঠাকরব ইনশআল্লাহ। আপনরা আপনাদের সমস্যগুলো তুলে ধরবেন। আপনাদের কোন ভয় পাবার কারন নেই। আমি আপনাদের পাশে আছি। আপনাদের সমস্যগুলো শুনার জন্য আমি আপনাদের সাথে মতবিনিময় করেছি। আপনাদের সহযোগীতা চাই । আপনারা আমাকে সার্বিক সহযোগীতা করবেন।
এই সময় উপজেলা পুজা উদযাপন কমিটির সকল সদস্যবৃষন্দ, সকল মন্দিরের সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post