র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৬ জুন/২০২২ বিকাল ০৫:১০ ঘটিকায় “পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিয়ার বাঘল গ্রামে” বিশেষ অভিযান করে।
ওই অভিযানে সৌদি আরবের রিয়াল কেনাবেঁচা চক্রের সদস্য ১। মোঃ আব্দুল আলীম (৩৮), পিতা-মোঃ সুখচাঁন মন্ডল, ২। মোঃ বেনারুল ইসলাম (৩৭), পিতা-মৃত হযরত আলী, ৩। সাবিনা ইয়াসমিন (৩৫), স্বামী- মোঃ বেনারুল ইসলাম, ৪। মোঃ মাহাবুল আলম (২৮), পিতা-মোঃ আবেদীন আলী এবং ৫। মোঃ রুহিন আলী (২০), পিতা-আব্দুর রশিদ, সর্বসাং-সংগ্রামপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ০৫টি মোবাইল ফোন, ০৮টি সিম, ২৫০/- সৌদি রিয়াল এবং নগদ ৩,৬২৮/- টাকা সহ গ্রেফতার করা হয়।
ওই চক্রের সদস্যগণ দীর্ঘদিন যাবত সৌদি রিয়াল বিক্রয়ের কথা বলে সহজ সরল লোকজনের সাথে প্রতারণা করে আসছিল।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ৬,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post