শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর খালিশপুর রেলগেট এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ মোঃ তাজউদ্দীন শেখ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে
র্যাব। সে খুলনার ডুমুরিয়ার ৭নং ওয়ার্ডের মৃত সামছুর রহমানের ছেলে।
মঙ্গলবার (৭ জুন) রাত ১০টার দিকে তাকে নগরীর খালিশপুর রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল জানতে পারেন কেএমপি খুলনার খালিশপুর এলাকায় কয়েকজন
ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের
ভিত্তিতে আভিযানিক দলটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে খালিশপুর রেলগেটএলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ তাজউদ্দিন শেখকে গ্রেপ্তার করে।তার কাছ থেকে পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতকে কেএমপি খুলনার খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post