বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে এ তথ্য জানায় মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারি প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ।
শুক্রবারের ঐ টুইটবার্তায় মুনোজ বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের আর বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্ট করাতে হবে না। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে।
তাতে নেগেটিভ হিসেবে শনাক্ত হতে হবে এবং সেই রিপোর্ট সঙ্গে রাখতে হবে। অথবা অন্তত ৯০ দিন আগে কোভিড থেকে সেরে উঠেছেন- এমন প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
জা//দেশতথ্য/১০-০৬-২০২২//১১.১৯ এএম

Discussion about this post