কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মা আমেনা (৩৮) ও মেয়ে জয়া (১১) নামে দুইজন নিহত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়ার আলাউদ্দিননগর মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের জনির স্ত্রী আমেনা ও তার মেয়ে জয়া। জয়া হাউজিং প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায় দুপুরের দিকে বোনের সন্তান হওয়ায় রাজবাড়ী জেলার পাংশায় মোটর সাইকেল যোগে বাবা মা ও মেয়ে যান সেখানে। বোনের বাসা থেকে সন্তান দেখা শেষে কুষ্টিয়ায় উদ্দেশ্যে রওনা হয়। অপর দিকে কুমারখালী বালীর ঘাট থেকে বালী বোঝাইকৃত একটি দশ চাকা ড্রাম ট্রাক আলাউদ্দিন নগর মোড়ে আসেন এবং মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমেনা মারা যান। বাবা ও মেয়ে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে রাতে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী জয়া মারা যায় এবং বাবার অবস্থায় আংশকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে হাউওয়ে ওসি ইদ্রিস আলী বলেন আলাউদ্দিন নগর এলাকায় সড়ক দূঘটনায় একজন মারা যান। পরে তার মেয়েও রাতে মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের সহযোগিতায় সন্দেহ বশত কারণে তিনটি ট্রাক ও ট্রাকের ড্রাইভার আটক করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বলা সম্ভব হবে। যে দোষী হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেলের মর্গে প্রেরণ করা হয়েছে।
আর জে //১১ জুন ২০২২

Discussion about this post