স্থানীয় মেম্বার অভিযুক্ত কবেরকে ১০ হাজার টাকা এবং ১০ বার কান ধরে উঠবস করিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছে।
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে ১০হাজার টাকা ও ১০বার কান ধরে উঠবস করিয়ে ধর্ষন চেষ্টার এক অভিযুক্তকে মাফ করে দিয়েছেন ইউপি সদস্য আফরাজুল আলী। গত মঙ্গলবার(০৭-জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ১সন্তানের জননী (ছদ্মনাম) পরি খাতুনের (২২) বাড়ির প্রাচীর ডিঙ্গিয়ে ধর্ষনের চেষ্টা করে একই গ্রামের ভুমিহীন পাড়ায় ফড়ির ছেলে কাবের আলী (৩০)। পরি আর্তচিৎকারে সে পালিয়ে যায়।
(ছদ্মনাম) পরির স্বামী জানান, আমি চিকিৎসার জন্য রাজশাহী গিয়েছিলাম। সেই সুযোগে কবের আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তার আত্মচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। আমাদের হুমকি ধামকি দিয়ে স্থানীয় মেম্বার অভিযুক্ত কবেরকে ১০ হাজার টাকা এবং ১০ বার কান ধরে উঠবস করিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছে।
শালিসের বিষয়ে উক্ত কুতুবপুর ইউনিয়নের ০৪ ওয়ার্ডের ইউপি সদস্য আফরাজুল আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, একটা দুর্ঘটনা ঘটেছিল আমরা সকালে আপস-মীমাংসা করেছি। আরো বলেন যেভাবেই হোক যা করে হোক বা মানি, না মানি( মীমাংসা) হয়ে গেছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা দারা খান পিপিএম জানান, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post