প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও প্রবীণ কুমার জিন্দাল আপত্তিজনক ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (১১ জুন) বাদ আছর কুষ্টিয়া শহরের এন এস রোডে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের তাওহীদি জনতা কুষ্টিয়া এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এরআগে খণ্ড খণ্ড মিছিল একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
মোমতাজুল উলূম মাদ্রাসার মোহতামিম মাও: হাফেজ আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং আব্দুল মতিনের মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আসাদুজ্জামান, সাদ্দাম বাজার মসজিদের ইমাম ও খতিব মুফতি মাসুম বিল্লাহ আল বাশারি, যুব নেতা আবু সাঈদ টুটুল, পৌর ৩ নং ওয়ার্ডের কমিশনার এস এম উসমান গনি, মুহাঃ নাহিন প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post