মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা ॥ মনপুরা উপজেলার ৩টি ইউনিয়নে সিনোফার্ম কোভিড-১৯ ভ্যাকসিন সেন্টারে টিকাদান কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় ১নং মনপুরা ইউনিয়ন,২নং হাজির হাট ইউনিয়ন ও ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নে মোট ৩টি কেন্দ্রে সিনোফার্ম কোভিড-১৯ ভ্যাকসিন সেন্টারে টিকা দান কর্মসূচী উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা।
এই সময় মনপুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্র মেডিকেল অফিসার ডা. মোঃ রাসেল আহম্মেদ ভুঁইয়া, মনপুরা থানা তদন্ত কর্মকর্তা(ওসি) আবদুল্লাহ আল মামুন, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজলসহ সিপিপি স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। টিকাদান কর্মসূচী অবাহত থাকবে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিন দেওয়া হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post