ময়মনসিংহের নান্দাইল উপজেলার নতুন বাজারস্থ প্রোগ্রেস প্রাইভেট একাডেমি’র উদ্যোগে এসএসসি ব্যাচ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১২ জুন) দুপুরে প্রোগ্রেস প্রাইভেট একাডেমি’র কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবার উক্ত একাডেমিতে অধ্যয়নরত ৬৫ জন এসএসসি পরীক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার জন্যে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ বাছির উদ্দিন।
প্রোগ্রেস প্রাইভেট একাডেমি’র পরিচালক শফিউল করিম ভূঁইয়া (বাপ্পী) এঁর সভাপতিত্বে এক আলোচনা সভায় সাবেক সেনা সদস্য আব্দুল আজিজ, নান্দাইল উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ( অব.) আবু সাইদ, সাংবাদিক শাহ আলম ভূঁইয়া প্রমূখ পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।
এ সময় একাডেমি’র সহকারী শিক্ষক জিরন জাকির সৈকত, মোস্তাফিজুর রহমান বিজয়, মোঃ হাবিবুল্লাহ সরকার, মোছাঃ ফারজানা সুইটি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রোগ্রেস প্রাইভেট একাডেমি থেকে অধ্যয়ন করে বিগত বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে ২১ জন পরীক্ষার্থী জিপিএ -৫ প্রাপ্ত হয়েছিল বলে প্রতিষ্ঠানটির পরিচালক জানান।
আর//দৈনিক দেশতথ্য//১৩ জুন-২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post