কুষ্টিয়া প্রতিনিধি: রাজধানীর তেজগাঁওয়ে গ্লোবাল টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বির, স্টাফ রির্পোটার রাশেদ খাঁনসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানবন্ধনে গ্লোবাল টিভির কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিমের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি শ্যামলী খন্দকার, দীপ্ত টিভির কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, ‘এখন’ টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ, পরিবর্তন ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও সাংবাদিকদের উপর হামলাকারী মুন্নাসহ
আসামিদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবিও জানান তাঁরা।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে গত (১৪ জুন) সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় গ্লোবাল টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বির,স্টাফ রির্পোটার রাশেদ খাঁন, তরুন বেগী, শাহরিয়ার বাঁধন, ক্যামেরাপার্সন সনি ও গাড়ি চালক ইকবালের উপর সন্ত্রাসী মুন্না ও তার সহযোগীরা হামলা করে।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post